TMC: পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না, বিস্ফোরক কুণাল ঘোষ
কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে, একযোগে সরব হয়েছে বিরোধীরা। তার মধ্য়েই এই ঘটনা প্রসঙ্গে, বিস্ফোরক ফেসবুক (Facebook) পোস্টে, কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন, পুলিশ (Police) দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তভ প্রচার পাবে। তৃণমূল (TMC) নেতাদের অপর একটি অবশ্য় এই মন্তব্য়ের সঙ্গে একমত নন। তবে বিরোধীরা এনিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি।