TMC kunal Ghosh: বিচারপতিকেই সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার দাবি কুণাল ঘোষের
নিয়োগ দুর্নীতিতে আরেক অভিনেত্রীর 'এন্ট্রি', কুণালের (Kunal Ghosh) নিশানায় বিচারপতি (Judge)। বিচারপতিকেই সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার দাবি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের । 'এতই যখন জানেন, তাহলে বিচারপতির আসনে না থেকে গোপন জবানবন্দি দিন' , বিচারপতিকেই সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। 'মাথা কে জানেন, ধেড়ে ইঁদুর কী জিনিস জানেন, তাহলে নিজেই সাক্ষ্য দিন', 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) বিচারপতি হিসেবে রাখলে সময় নষ্ট হবে', বিচারপতিরই সাক্ষ্য নেওয়ার দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। নিয়োগে দুর্নীতি মামলায় বিচারপতির নজরে এক অভিনেত্রী। 'শুনেছি এক অভিনেত্রী ৩টি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন', 'এই অভিনেত্রীকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই', জানতে চাই তিনি কে? ইডিকে (ED) হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে বিচারপতির নজরে এক অভিনেত্রী, বেলাগাম আক্রমণে তৃণমূল।