TMC Kuntal Ghosh: কুন্তলের বাড়িতে ওএমআর শিট উদ্ধার
কুন্তলের (Kuntal ghsoh) বাড়িতে ওএমআর শিট (OMR Sheet), অ্যাডমিট কার্ড (Admit card)! বিস্মিত বিচারপতি। কিছু দুষ্কৃতী রাজ্যকে ধ্বংস করে দেবে বলে মন্তব্য। কাউকেই রেয়াত নয় বলে হুঁশিয়ারি। 'রাজ্য ধ্বংসে কিছু দুষ্কৃতী'। স্বচ্ছতার দাবি করা টেটের উত্তরপত্র কীভাবে যুব তৃণমূল (TMC) নেতার বাড়িতে? প্রশ্নের মুখে দায় এড়ানোর চেষ্টা প্রাথমিক পর্ষদ। পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখার আশ্বাস। দায় এড়াল পর্ষদ!