Abhishek Banerjee: আগামী দু মাসে দিল্লিতে কী করতে পারে বিজেপির বন্ধুদের ভেবে দেখতে বলব: অভিষেক
ABP Ananda LIVE:'দুদিনের মধ্যে এই মিছিল তৃণমূল করতে পারে, আগামী দু মাসে দিল্লিতে কী করতে পারে বিজেপির বন্ধুদের ভেবে দেখতে বলব'। 'তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই'। 'সচিত্র পরিচয়পত্রের দাবিতে ২১ জুলাই কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, ১৩ জনের মৃত্যু হয়েছিল'। 'একদিকে ১০ কোটির মানুষের আশীর্বাদ, অন্যদিকে আদালত, কেন্দ্রীয় এজেন্সি, ইনকাম ট্যাক্স দিয়ে আক্রমণ, তাও জয় পেয়েছে তৃণমূল'। 'জুন মাসে অবস্থান স্পষ্ট করে বলেছিল, একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে জবাব দেবে তৃণমূল'। '৭ জন ভোটার প্রাণ দিয়েছে, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ডিপোর্ট করে দিয়েছে, ২০০২-র খসড়া তালিকায় নাম তাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে'। বললেন অভিষেক।
'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন মমতা বলেন,' লুঠেরাদের সরকার, অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ। আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না। এগুলো তোমাদের ব্যাক সাইডে আসবে। বাংলায় অনেক কথা আছে, যেগুলো বলা যায় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। ৮০টি গাড়ি নিয়ে ঘোরে, সবজায়গায় বডিগার্ড, এত সব সাহস। একজন বাবু বলছেন, বাবুসোনা বলছি না তিনি এক জায়গায় যাবেন, যেন কোনও মানুষ না থাকে, সাহস থাকে তো যাও না, একা একা যাও।' পাশাপাশি তিনি আরও বলেন,' হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল, মহারাষ্ট্রে কী করেছে, ওরা জানে ভোটে জিততে পারবে না, নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।'