Abhishek Banerjee: 'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করতে প্রাইভেট মেম্বার বিল আনার হুঙ্কার অভিষেকের

Continues below advertisement

ABP Ananda Live: শনিবার আমতলায় ডক্টর্স কনভেনশনে বক্তৃতা করেন অভিষেক। আগামী দিনে রাজ্যের সর্বত্র চিকিৎসকদের নিয়ে শিবির করবেন বলেও জানান। আর সেখানেই ধর্ষণমুক্ত সমাজের লক্ষ্যে এগনোর কথা বলেন তিনি। এদিন অভিষেক বলেন, "আর জি করের ঘটনার  প্রথম দিন থেকে নিন্দা করে আসছি আমি।  বার বার বলেছি, যারা এই ধরনের ঘটনা ঘটায়, সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই তাদের। আজও একই কথা বলছি। লুকিয়ে চুরিয়ে কাজ করি না আমি, সামনাসামনি কথা বলি। কারও ভাল বা খারাপ লাগতেই পারে। এই ধর্ষণ ব্যাধির একমাত্র সমাধান হল আইন। বাংলায় তো প্রতিবাদ হয়েছে দু'-তিন মাস। গোটা দেশে প্রতিবাদ হয়েছে। কিন্তু তার পরও আমাদের দেশে প্রতি ১০ মিনিটে একটি করে ধর্ষণ হচ্ছে,ঘণ্টায় ছ'টা।"

ধর্ষণবিরোধী আইন নিয়ে অভিষেক বলেন, "আমি বলেছিলাম প্রাইভেট মেম্বার্স বিল আনব। রাজ্য সরকার ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ীকিন্তু, ওই বিল রাষ্ট্রপতি সই করে ছাড়লে গোটা দেশের জন্য আইন কার্যকর হবে। আলাদা করে কিছু লাগবে না। আর তা যদি না হয়, আমি প্রাইভেট বিল আনব। সে কেউ আমার পাশে থাকুন বা না থাকুন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram