Birbhum: বীরভূমে ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | Bangla News

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ায়, বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে(Mayureswar) বিজেপি নেতা (BJP leader) ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আহত বিজেপির। বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে (Kiran Bittar) মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, শনিবার গোরালা গ্রামের বুথ সহ সভাপতি ও তাঁর দাদা ময়ূরেশ্বরে শুভেন্দুর সভায় যাওয়ায়,। গতকাল ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchyat)তৃণমূল সদস্য দিলীপ বিত্তারের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এই নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপিই উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram