Sandeshkhali Incident: পুলিশের জালে অজিত মাইতি, 'জোর করে BJP থেকে TMC-তে যোগদান করানো হয়', বিক্ষোভের মুখে দাবি | ABP Ananda LIVE
Continues below advertisement
তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। সন্দেশখালির বেড়মজুর থেকে তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বার্তার পরই আটক শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। উত্তম-শিবুর পর অজিত মাইতিরও দায় ঝাড়ে তৃণমূল কংগ্রেস। '২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়', বিক্ষোভের মুখে বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেতা অজিত মাইতি।
Continues below advertisement