Bhaifota News: ভাইয়ের মঙ্গল কামনায় বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন বোনেরা। ABP Ananda live

Becharam Manna: ভাইয়ের মঙ্গল কামনায় বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন বোনেরা। সিঙ্গুরে নিজের বাড়িতেই এদিন ফোঁটা নেন বেচারাম। আজ ভাইফোঁটা, ভবানীপুরে নবনীড়ে ফোঁটা নিলেন অরূপ বিশ্বাস। নুসরত থেকে কৌশানি ফোঁটা দিলেন বিদ্যুৎমন্ত্রীকে। তিনি মন্ত্রী।বছর ভরা ব্যস্ততা, একেবারেই আলাদা,বলতে গেলে স্পেশাল। দিদি-বোনের কাছে ভাইফোঁটা নিলেন তৃণমূল বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। ভাইফোঁটা নিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। 'আমার দলের বাইরেও অনেক কিছু কাজ থাকে। আজকের দিনে ২-৩ ঘণ্টা আমি রাজনীতির বাইরে থাকি। আমি রাজনীতির বাইরে থাকলেও রাজনীতি তো আমাকে ছাড়ে না', মন্তব্য শমীকের। 'আমাদের রাজ্যের এটা সংস্কৃতি নয়। আমরা মাতৃপূজা করি তার কারণ নারী জাতিকে আমরা মায়ের রূপে দেখি। সেখানে একের পরপ এক ধর্ষণের ঘটনা এটা আমদের দেশকে কলঙ্কিত করছে, আমাদের রাজ্যকে কলঙ্কিত করছে। এটা কেন হচ্ছে দেখতে হবে এবং কঠোর শাস্তি দিলে কাঁপবে দেখে। কঠিনতম শাস্তি হোক এই ঘটনার, লোকে কাঁপবে দেখে', মন্তব্য ফিরহাদের।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola