TMC News:রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হচ্ছে,বাঙালি বা বাংলা মানবে কিনা সেটা বাঙালির ব্যাপার: ব্রাত্য

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ সংঘাত ? দেশজুড়ে মহা সমারোহে কেন্দ্রীয় সরকার পালন করছে বন্দেমাতরমের সার্ধ শতবর্ষ। নয়াদিল্লিতে বছরজোড়া উৎসবের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমের গুরুত্ব অপরিসীম, জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূলের হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর। সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তৃণমূলের। বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথের মধ্যে বিভাজন করছে বিজেপি, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'বন্দে মাতরমের ১৫০ বছর পালিত হচ্ছে, জন গণ মন-র ১২৫ বছর পালন করবে তো বিজেপি?' সাংবাদিক বৈঠকে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তৃণমূলের সাংবাদিক বৈঠকের আগে রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ্য দেওয়া হল। সাংবাদিক বৈঠক শেষে বাজল জন গণ মন। 

সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি প্রথম সরব হয়েছিলেন, আখতার আলিকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর !

দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল। তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার তিনি। আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তোলেন আখতার। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করা হল। আখতার আলিকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর জানাল, 'আখতার আলির অভিযোগেই মিলেছে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ।' তাঁর বিরুদ্ধে বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, দু'টি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আখতার আলি। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নিয়েছেন। চতুর্থ আরেকটি সংস্থা থেকে ২ লক্ষ ৩৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ৪ কোটি ১৪ লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola