TMC News: ফের সংবাদ শিরোনামে চোপড়া, জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ভাই। ABP Ananda Live

Chopra News: জমি দখল থেকে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ। সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই গ্রামবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ। চোপড়া বিধানসভার ইসলামপুরের সুজালি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার ভাই। গ্রেফতার আবদুুল হকের ভাই মহম্মদ খালেক। দিনের পর দিন গ্রামবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ। ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে অত্যাচারের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। কাল রাতেই থানায় অভিযোগ দায়ের গ্রামবাসীদের। ধৃত মহম্মদ খালেকের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আব্দুল খালেক ও তাঁর ভাইয়ের ভয়ে মুখ খুলতে পারেনি, অভিযোগ গ্রামবাসীদের। গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচারকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। 'গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ'। 'অস্ত্রোপচারের সময় ব্যবহার করা ফ্লুইড থেকেই ছড়িয়েছে সংক্রমণ'। স্বাস্থ্য ভবনে পেশ করা তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ: সূত্র। যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola