Burdwan News: জামালপুর সালিশিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ তৃণমূল নেতার। ABP Ananda Live

TMC News: জামালপুর সালিশিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ তৃণমূল নেতার। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তৃণমূল নেতা আজাদ রহমান। এফআইআরে নাম না থাকলেও শনিবার তৃণমূল নেতাকে নোটিস পাঠায় পুলিশ, পুলিশের নোটিস পাওয়ার পরই আদালতে গিয়ে আত্মসমর্পণের পর জামিন তৃণমূল নেতার। ১২ জনের বিরুদ্ধে FIR হলেও নাম ছিল না তৃণমূল নেতা আজাদ রহমানের। আগেই জামিন পেয়েছেন FIR-এ নাম থাকা ১২ জন সালিশি সভায় হাজির না হওয়ায় বৃদ্ধা ও তাঁর স্বামী-ছেলেকে মারধরের অভিযোগ। তৃণমূল নেতা আজাদ রহমানই সালিশি সভা ডেকেছিলেন বলে অভিযোগ। : টানা বৃষ্টি, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা: মুখ্যমন্ত্রী। 'এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে' । 'গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র' । 'আজ পর্যন্ত কোনও টাকা দেয়নি কেন্দ্র'  । 'না জানিয়ে বলছে ফের ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে' । 'আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে' । 'তিস্তার জল আছে যে দিয়ে দেবে? উত্তরবঙ্গের কেউ খাবার জল পাবে না' । 'জলবিদ্যুৎ কেন্দ্র করে সব জল টেনে নিচ্ছে সিকিম' ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola