TMC: বিডিও-র চেম্বারে বসেই অভিষেকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভগবানগোলা তৃণমূল নেতৃত্ব | ABP Ananda LIVE

Murshidabad: বাইরে বিডিও (BDO), চেম্বারে বসে বৈঠক তৃণমূলের! মুর্শিদাবাদের ভগবানগোলা (Vogobangola) ২ নম্বর ব্লকের বিডিও-র ঘরে তৃণমূলের বৈঠক! বিডিও-র চেম্বারে বসেই অভিষেকের (Abhishek Banjerjee) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভগবানগোলা তৃণমূল নেতৃত্ব। ইদ্রিশ আলির (Idrish Ali) সঙ্গে বিডিও-র চেম্বার থেকেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ১০ তৃণমূল নেতা-কর্মী। ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদও। পার্টি অফিসে ইন্টারনেট স্লো, সেজন্য বিডিও অফিসে বৈঠক, সাফাই ইদ্রিশ আলির। বিডিও অফিসে দলীয় বৈঠক করা ঠিক হয়নি, মন্তব্য তৃণমূল সাংসদ আবু তাহেরের। ভেবেছিলাম প্রশাসনিক বৈঠক করবেন, পরে জানতে পারি দলীয় বৈঠক হয়েছে, দাবি বিডিও-র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola