RG Kar Incident: আন্দোলনকারীদের রাস্তায় ফেলে পিটানোর হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতার। ABP Ananda Live
Continues below advertisement
মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), চন্দ্রনাথ সিংহ, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রর পর এবার আব্দুর রহিম বক্সী, দুলাল সরকার। ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও সহ সভাপতি দুলাল সরকার। গতকাল ইংরেজবাজারে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা। ৪ সেপ্টেম্বর, রাতদখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তার প্রেক্ষিতেই হুমকির সুর শাসক-নেতাদের। মুখ্যমন্ত্রীর মদতেই এ ধরনের হুমকি, কটাক্ষ করেছে বিজেপি।
Continues below advertisement