Jamuria News: কয়লা খনি ভরাটের সামগ্রী বোঝাই ট্রাক আটকানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ABP Ananda Live

ABP Ananda Live: তোলা আদায়ে জামুড়িয়ায় ECL-র কয়লা খনি ভরাটের সামগ্রী বোঝাই ট্রাক আটকানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।থানায় নালিশ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। পাল্টা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত শাসক-নেতা। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

ট্রাক পিছু ৫ হাজার টাকা করে তোলাবাজির অভিযোগ। আর সেখানেও নাম জড়াল তৃণমূল নেতার। এই ঘটনা পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ECL-এর কাজোড়া খনি এলাকায়।খনি ভরাটের জন্য যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগ, তাদের কাছে ট্রাক পিছু তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা ও জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংহ। টাকা না দেওয়ায়, দিন দশেক ধরে বন্ধ রয়েছে ট্রাক চলাচল।

এই ঘটনায় তৃণমূল নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে ECL কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থার তরফেও আরেকটি অভিযোগ হয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন তৃণমূল নেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola