Kalyan Bandopadhyay : যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ কল্যাণের
ABP Ananda Live : যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'বৈঠকে বুলডোজ করা হচ্ছে বিরোধীদের', বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'স্বেচ্ছাচারিতা করেছেন সংসদের যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল', এমনটাই অভিযোগ কল্যাণের।
আরও খবর, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ অভিষেকই' ,'কিন্তু মমতার পর কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করবে দল ও দলনেত্রী', অভিষেককে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কুণাল ঘোষের পোস্ট নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 'রাজনীতিতে বয়স ফ্যাক্টর নয়' । ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কল্যাণের । সময়ের নিয়মে মমতার পর মুখ্যমন্ত্রী হবে অভিষেকই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। হাসপাতাল চত্বরে খাটাল। রমরমিয়ে চলছে ব্যবসা। ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে খাটাল ব্যবসাকে কেন্দ্র করে শোরগোল। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবার। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।