Kamal Hasan: 'সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়?', বিস্ফোরক পদত্যাগী TMC নেতা কামাল হোসেন
লোকসভা ভোটের আগে তৃণমূলে ধাক্কা (TMC)। দলীয় মুখপাত্রর পদ ছেড়ে বিস্ফোরক কামাল হোসেন। 'হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, দলকে বলেও কাজ হচ্ছে না', সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়? প্রশ্ন কামাল হোসেনের। 'প্রতিবাদ করেও অবজ্ঞার পাত্র হচ্ছি', মন্তব্য পদত্যাগী তৃণমূল নেতার।