Kunal Ghosh: এবার কুণাল ঘোষের নিশানায় 'মোদি কা পরিবার'। ABP Ananda Live
Continues below advertisement
এবার কুণাল ঘোষের নিশানায় 'মোদি কা পরিবার'। ''মোদি কা পরিবার' লেখা হয়েছিল কেন? এখন তা মুছে ফেলার নির্দেশই বা দেওয়া হচ্ছে কেন? দেশ ও বাংলার জনাদেশ থেকে ধাক্কা খেয়ে এই সিদ্ধান্ত? বিজেপি ও এনডিএ-র অন্দরমহল যে টলোমলো, এ তারই প্রতিফলন'। এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। ''সোশাল মিডিয়ায় আর 'মোদি কা পরিবার' নয়''। দলের নেতা-কর্মীদের গতকালই নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Continues below advertisement