Kunal Ghosh: অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' এবার কুণালের গলায় | ABP Ananda LIVE
West Bengal News: এবার কুণালের (Kunal Ghosh) মুখে 'কেষ্ট-বাণী'! অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' এবার কুণালের গলায়। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে', 'ভোটে লড়ার ক্ষমতা নেই, সিবিআই (CBI)-ইডি (ED) দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে'। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে উসুল হবে'। 'তৃণমূলের কর্মীরা তৈরি, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আমরা কী রসগোল্লা খাওয়াব!' রেড রোডের ধর্নামঞ্চ থেকে হুঙ্কার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়। ABP Ananda Live