TMC : নিজাম প্যালেসে হাজিরা কুন্তল ঘোষের
নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় হুগলির (Hoogly) যুব (Youth) তৃণমূল (TMC) নেতা (Leader) কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) তলব। নিজাম প্যালেসে (Nizam palace) হাজিরা তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের। কুন্তল সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে তাপস মণ্ডলের (Tapas Mandal) কাছেও। কারা আসতেন কুন্তলের কাছে? কতগুলি কলেজের সঙ্গে যোগাযোগ ছিল কুন্তলের। অফলাইন রেজিস্ট্রেশন, টাকা (Money) নেওয়ার রসিদ সহ একাধিক তথ্য তলব। কুন্তলের সঙ্গে তাপস মণ্ডলের ব্যাঙ্কের (Bank) লেনদেন সংক্রান্ত নথিও তলব। তথ্য নিয়ে নিজাম প্যালেসে তাপস মণ্ডলের প্রতিনিধি। কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল।টেট (TET) পাস (Pass) করিয়ে দেওয়া থেকে চাকরি (Job) পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল, অভিযোগ তাপস মণ্ডলের।