Malda News: তৃণমূল নেতার উপর কেন হামলা ? মাস্টারমাইন্ড কে ? ৫ জনের গ্রেফতারির পরেও রহস্য | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ২দিন পার, তৃণমূল নেতা খুনে এখনও অধরা মূল চক্রী। ধৃত অমিত-অভিজিতের ১৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। তদন্তের জন্য ফরেন্সিক টিমের আবেদন পুলিশের, মঞ্জুর কোর্টের। 

আরও খবর...

আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের । CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন । 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' । 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' । 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' । 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' । 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' । পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার । কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ । দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের । কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram