Mukul Roy: মুকুল রায়ের অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুকুল রায়ের ( Mukul Roy )  অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন।

বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ  অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। 

ভর সন্ধেয় একেবারে ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা! বাধা দিতেই আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতার লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকায়! সিসিটিভির নজরদারি আর নিরাপত্তারক্ষীদের নজর থাকা সত্ত্বেও, একেবারে গৃহস্থের দরজায় পৌঁছে গেল দুষ্কৃতীদল! লেক অ্যাভিনিউর ঝাঁ চকচকে ন'তলা আবাসনের একেবারে ওপরতলায় সস্ত্রীক থাকেন ব্যবসায়ী দেবাশিস দে। তাঁর অভিযোগ, দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পরিচিত সাফাইকর্মী। ফ্ল্যাটের গেট খুলতেই তাঁর গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola