Sheikh Shahajahan:মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন শেখ শাহজাহানের।ABP Ananda LIVE
সন্দেশখালিকাণ্ডের ১০ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন শেখ শাহজাহানের।আত্মসমর্পণ করছেন না কেন? শেখ শাহাজাহানের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক, সওয়াল শেখ শাহজাহানের আইনজীবীর। মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের উদ্দেশে মন্তব্য বিচারপতির। কেস ডায়েরি তলব করল আদালত, আগামী কাল ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তর।
Tags :
CALCUTTA HIGH COURT TMC Leader Sheikh Shahajahan Justice Jay Sengupta On Sheikh Shahajahan Surrender