Santanu Sen: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শান্তনু সেন।

Ration Scam: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শান্তনু সেন। 'দুর্নীতিগ্রস্থ ব্যক্তি বিজেপিতে যোগদান করলে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়। বাংলার বিজেপি নেতারা চাইছে ইডি, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে আরও সক্রিয় হোক', রেশন দুর্নীতি প্রসঙ্গে আক্রমণ শান্তনুর। 

আরও খবর, 

তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির।  এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola