Sougata Roy : মমতা ব্য়ানার্জি প্রথম এবং শেষ কথা, তাঁর ছবি আছে, এটাই যথেষ্ট : সৌগত রায়
ABP Ananda LIVE: নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি থাকা নিয়ে কার্যত বিদ্রোহের সুর ধরা পড়েছিল কুণাল ঘোষের গলায়। এবার তা নিয়ে কার্যত ব্য়াখ্য়া দিলেন সৌগত রায়। বললেন, মমতা ব্য়ানার্জি প্রথম এবং শেষ কথা। তাঁর ছবি আছে, এটাই যথেষ্ট। সৌগত রায়কে কি বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে? পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।