Sandeshkhali: সন্দেশখালিতে নতুন করে যে উত্তেজনা ছড়ায় গতকাল, তা নিয়ে কী বলেছেন শশী পাঁজা?
ABP Ananda LIVE: সন্দেশখালিতে (Sandeshkhali) নতুন করে যে উত্তেজনা ছড়ায় গতকাল, তা নিয়ে কী বলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)? 'আবারও আজকে দেখা যায় কে উত্তপ্ত করছে তাঁদের? ১৪৪ ধারা উঠে যাচ্ছে যেখানে তখন আবার পৌঁছে যাচ্ছে সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব। এই জমিদারি পার্টির যে নেতৃত্ব রয়েছে তাঁদের মধ্যে অভ্যন্তরীন কলহ রয়েছে', একজন মনে করছেন কোর্ট অর্ডারে পৌঁছে গেছেন আর একজন বলছেন তো আমি তো পৌঁছাতে পারলাম না। সেই পৌঁছনোর তাগিদে তাঁরা আবার ওখানে ওই এলাকাটা উত্তপ্ত করছে', মন্তব্য শশী পাঁজা।