Sandeshkhali Incident: ১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা
ABP Ananda LIVE: এফআইআরে নাম, পুলিশের খাতায় বেপাত্তা, শিবুর (Shibu Hazra) খোঁজ পেল এবিপি আনন্দ! ১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা। গভীর রাতে মহিলাদের ডেকে কীসের মিটিং? মাঝরাতে জোর করে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ । সবই চক্রান্ত, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাহজাহান (Sheikh Shahjahan)-শাগরেদের। আরও শক্তিশালী হবে তৃণমূল, গোপন ডেরা থেকেই হুঙ্কার শিবু হাজরার। রাজনৈতিক বৈঠক হত, জোর করে কাউকে আনা হত না, দাবি শিবু হাজরার। সবই সিপিএমের (CPM)প্রাক্তন বিধায়কের চক্রান্ত, দাবি তৃণমূলের ব্লক সভাপতির।