Somnath Shyam: 'মিথ্যা তথ্য দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা থেকে প্রলাপ', কটাক্ষ সোমনাথ শ্যামের।

Continues below advertisement

ABP Ananda Live: 'যেভাবে উনি এখানকার আর্থিক তছরূপ করেছে ভাঁটপাড়া পৌরসভার, তিলে তিল একেবারে শেষ করে দিয়েছে। সরকারি জমি কাউকে দিয়ে দিয়েছে । উনি ভয় পাচ্ছেন', বললেন সোমনাথ শ্যাম। একদিনে অর্জুন সিংহকে CID-পুলিশের জোড়া তলব। ভাটপাড়া পুরসভার মামলায় দুপুর ৩টেয় ভবানীভবনে তলব। জগদ্দলে উস্কানিমূলক মন্তব্য মামলায় ব্যারাকপুর কমিশনারেটে তলব। নোটিস পেয়েছি, কিন্তু কোথাও যাচ্ছি না, দাবি অর্জুন সিংহের । ২৬ ডিসেম্বর: ২০২০-র ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় CID তলব। আজই বিকেল ৫টায় ব্যারাকপুর কমিশনারেটে হাজিরার আরেক নোটিস। চক্রান্ত করে জেলে ঢুকিয়ে খুন করতে চাইছে রাজ্য সরকার: অর্জুন । মিথ্যা তথ্য দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা থেকে প্রলাপ, কটাক্ষ সোমনাথ শ্যামের। 

চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।

এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram