Sujit Bose: 'যদি কেউ অন্যায় করে থাকে প্রমাণ হয়, তাহলে তাঁর উপযুক্ত শাস্তি হবে', মন্তব্য সুজিত বসুর

Continues below advertisement

Sandeshkhali Chaos: 'বাকি সবাই তুলসী পাতা না, আমি ২০০৪ সালের লোকসভায় (Lok Sabha)এখানে প্রার্থী ছিলাম। আমি এখানকার ঘটনা সব জানি। সেই সময় আমায় নির্বাচন করতে দেয়নি। কী হয়েছিল সবটাই জানি আমি। যাঁরা আজ টিভির সামনে সিপিএমের (CPM)মুখপাত্র কথা বলেছন, তাঁদের কে বলে দিতে চাই এই সব কথা সিপিএম যেন না বলে। আর বিজেপিকেও বলছি আজকে যখন উত্তরপ্রদেশে আদিবাসী মহিলাকে হত্যা করার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয় তখন কিছু হয় না। তখন প্রশাসন কোথায় থাকে? যদি কেউ অন্যায় করে থাকে প্রমাণ হয়, তাহলে তাঁর উপযুক্ত শাস্তি হবে', মন্তব্য সুজিত বসু(Sujit Bose)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram