Bagda: বাগদায় বেনজির আক্রমণের মুখে প্রধান শিক্ষক, চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর
Bagda: শিক্ষকরা DA ধর্মঘট সমর্থন করায় শুক্রবার স্কুলে ক্লাস হয়নি। তার বদলে রবিবার (Sunday) ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই ঘটনার জেরে, বাগদায় (Bagda) বেনজির আক্রমণের মুখে পড়তে হল প্রধান শিক্ষককে (Head master)। তাঁকে হুমকি, ধমক, এমনকী চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি (TMC panchayet samiti president)। যা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় বয়ে গেছে।