TMC : তৃণমূল নেতার নোট গোনার ভিডিও ভাইরাল, খড়গ্রামে ফের ঝরল রক্ত। ABP Ananda Live

Continues below advertisement

নোট গুনছেন নেতা! পঞ্চায়েতের পদের জন্য লক্ষ লক্ষ টাকার ডিল ? গ্রাম পঞ্চায়েত প্রধান হতে ১০ লক্ষ টাকা? ভাইরাল ভিডিওয় তোলপাড়। গয়েশবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট! তৃণমূল নেতার হাতে বান্ডিল বান্ডিল নোট, ভাইরাল ছবিতে তোলপাড়। ৪ জনের থেকে ১০ লক্ষ, একজনের থেকে ৩৪ লক্ষ নেওয়ার অভিযোগ! 'গ্রাম পঞ্চায়েত প্রধান করার জন্য ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অঞ্চল সভাপতি', টাকা নিয়েও পদ না পাওয়ার অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। অভিযুক্ত কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চলের সভাপতি মিরাজুল বসনি। রাগের বশে মিথ্যা অভিযোগ, সুদে ধার নিয়েছিলাম, পরে এসে ক্ষমা চাইবে, পাল্টা দাবি শাসক নেতার। ভিডিও-র সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

পঞ্চায়েতের মনোনয়নপর্বে প্রথম খুন হয়েছিল মুর্শিদাবাদের খড়গ্রামে। খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী। বোর্ড গঠন সন্ত্রাসেও সেই খড়গ্রামেই রক্ত ঝরল। জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে খুন করা হল। খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।এই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, খড়গ্রামের সাদল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। এই পঞ্চায়েতের একটি আসনে তৃণমূলকে হারিয়ে, কংগ্রেসের টিকিটে জিতেছিলেন সানোয়ারা খামারু।পরে, তিনি খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিতের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এরপর, বুধবার পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন তৃণমূলের রাজবানু খাতুন এবং উপপ্রধান হন এক নির্দল প্রার্থী। অভিযোগ এরপরই, হামলা চালানো হয় কংগ্রেসের টিকিটে জেতা সানোয়ারার ছেলের উপর। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপান হয়। হামলার অভিযোগ উঠেছে সাদল গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত তৃণমূলের প্রধানের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram