TMC । নবীন না প্রবীণ? দলে কারা সামনের সারিতে থাকবে, বাগযুদ্ধে তৃণমূলের নেতারা । ABP Ananda Live
সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু চব্বিশের সেই যুদ্ধের আগে, বাংলায় শাসকের ঘরেই যেন যুদ্ধের দামামা! নবীন না প্রবীণ? দলে কারা সামনের সারিতে থাকবে, তা নিয়েই এখন বাগযুদ্ধে জড়াচ্ছেন তৃণমূলের দুই শিবিরের নেতারা। একদিকে সুব্রত বক্সি, ববি হাকিম। অন্য়দিকে, পাল্টা সুর চড়াচ্ছেন কুণাল ঘোষ, নারায়ন গোস্বামীরা। এই আবহে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
Tags :
Mamata Banerjee Trinamool Congress BJP ABP Ananda /West Bengal Lok Sabha Poll ABHISHEK BANERJEE