Paschim Bardhhaman: কাঁকসায় তৃণমূল সরকারের দুয়ারে সরকার ক্যাম্পেই চড়াও শাসক নেতা। Bangla News
কাঁকসায় তৃণমূল সরকারের দুয়ারে সরকার ক্যাম্পেই চড়াও শাসক নেতা। দুয়ারে সরকারে বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের ধমক। ধমকের সঙ্গে হুঁশিয়ারি তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতির
পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ পরিষেবা না মেলার অভিযোগ। গতবার দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা, অভিযোগ আবেদনকারীর। জনপ্রতিনিধি হয়ে যদি বিদ্যুৎ পৌঁছে দিতে না পারি, তাহলে লাভ কী? প্রশ্ন স্থানীয় তৃণমূল নেতার।