Abhishek Banerjee : ছাব্বিশে ৫০-এর নীচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেকের | TMC LIVE

ABP Ananda LIVE: 'মমতা সরকার চাকরি দিলে আটকাতে হবে, বাংলার টাকা আটকাতে হবে'। 'যিনি টাকা নিয়েছেন এবং টাকা দিয়ে চাকরি পেয়েছেন, দু-জনই সমান দোষী'।'আপনি পুরো প্যানেল বাতিল করে দিলেন'।'বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তার মানে গোটা বিচারব্যবস্থা তো দুর্নীতিগ্রস্ত নয়'।'দুর্নীতি করল কয়েকজন, আর সবার প্যানেল বাতিল হল'।'২০২৬ এর ভোটে ৫০ এর নীচে থাকবে বিজেপি', মন্তব্য অভিষেকের | সাংসদ হিসেবে আমার কাজের পুস্তিকা প্রকাশ করেছি'। 'ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করেন' I 'যাঁরা ব্যঙ্গ করেন, তাঁরা এসে এই বইটা দেখে নেবেন'। 'ভারতবর্ষের সব সাংসদকে চ্যালেঞ্জ করছি'। 'আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব'। 'আমাদের সরকার আসার সময় কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা ছিল'। 'আমি কথা দিয়েছিলাম, আমি সাধ্যমতো চেষ্টা করব পরিষেবা পৌঁছে দিতে'। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola