Madan Mitra: 'মাল বলাতে কোন অন্যায় নেই, বিজেপি তো মালই', ফিরহাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য মদনের।

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।' 

এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না।  ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই। 

এদিকে বিতর্কিত মন্তব্যের পর ফিরহাদের সাফাই, নারীদের আমি মাতৃরূপে দেখি। হেরো ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের প্রার্থী , কোনও নারীর বিষয় নয়। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। আমি বলেছি, তিন লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা, অর্থাৎ বিজেপি, কেসে গেছে।এটা দুভার্গ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনও নারীকে অসম্মান করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola