TMC Martyr Day 2022: মানুষ চাইলে প্রার্থী হবে, যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল প্রার্থী করবে না, জানিয়ে দিলেন অভিষেক

Continues below advertisement

একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে। আমি কথা দিচ্ছি, বাংলায় তৃণমূলকে বলিষ্ঠ করে, বিভিন্ন রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারছি আমি নিঃশ্বাস নেব না। যতদূর যেতে হয় রক্ত দিয়ে লড়াই করব। বিজেপি বলেছিল ২০০ পার, মমতা মোদি-শাহর অশ্বমেধের ঘোড়াকে বেঁধে রেখেছে বাংলায় মমতা। পঞ্চায়েত নির্বাচন যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে মাঠে নাবামে। দাদার জলের বোতল বয়ে, কাছের লোক হিসেবে পঞ্চায়েতের প্রার্থী হবে। মানুষ চাইলে প্রার্থী হবে। যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল প্রার্থী করবে না।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram