TMC:শুরু ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব, নিরাপত্তা খতিয়ে দেখলেন বিনীত গোয়েল
শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। এসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মঞ্চের সামনে এখন থেকেই রয়েছে পুলিশ পাহারা। যাঁরা মঞ্চ তৈরির কাজ করছেন, তাঁরা ছাড়া আর কাউকে মঞ্চের কাছে আসতে দেওয়া হচ্ছে না। মূল মঞ্চের ডানদিকে নিয়মমাফিক শহিদ পরিবারের জন্য আরও একটি মঞ্চ করা হয়েছে। লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। সভামঞ্চে হাজির হয়ে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
Tags :
TMC Police ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Vinitgoyel