TMC News: তৃণমূলে ব্রিগেডে যাগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ
Continues below advertisement
তৃণমূলে (TMC) ব্রিগেডে (Brigade) যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ। '১০ মার্চ জনগর্জন সভাকে ভয় পাচ্ছে বিজেপি(BJP)'। 'সিকিওরিটি ডিপোজিট নিয়েও পরিষেবাগত সমস্যার কারণ দেখিয়ে আবেদন খারিজ'। 'জনগর্জন সভার ৬দিন আগে থেকে বিজেপির জমিদারদের পা কাঁপছে'। 'দিল্লিতেও (Delhi)ধর্নার জন্য বিশেষ ট্রেন বাতিল করে তৃণমূলকে রুখতে পারেনি'। কেউ আমাদের রুখতে পারবে না, এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের।
Continues below advertisement