Madan Mitra: 'যার জন্য মানুষের কাছে দলের মুখ নষ্ট হয়, সেরকম কাউকে রেয়াত করা যাবে না', মন্তব্য মদনের

Continues below advertisement

TMC News: জয়ন্তকাণ্ডের পর বৈঠকে সৌগত রায়(sougata roy) ও মদন মিত্র(madan mitra)। 'দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না'। 'অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে', বললেন সৌগত রায়। 'যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না', বললেন সৌগত রায়। 'গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এতবড় বাড়ি করেছে, আমরা জানি না'। 'আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত'। 'পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে'। 'পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে', বললেন সৌগত রায়। 'তৃণমূল কংগ্রেস কোনও বড় প্রোমোটারের সঙ্গে সম্পর্ক রাখবে না', বললেন সৌগত রায়। 'বাড়ি ভাঙতে হলে কোর্ট বলবে', দাবি সৌগত রায়ের। কামারহাটিতে সৌগত রায় ও মদন মিত্রের বৈঠক। 'যার জন্য মানুষের কাছে দলের মুখ নষ্ট হয়, সেরকম কাউকে রেয়াত করা যাবে না', মন্তব্য মদনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram