ABP News

Abhishek Banerjee : 'ভোটার তালিকার কাজ চলছে, ২৬-এর ভোট নিয়ে কোনও শিথিলতা নয়', বললেন অভিষেক

Continues below advertisement

ABP Ananda Live : 'ভোটার তালিকার কাজ চলছে, ২৬-এর ভোট নিয়ে কোনও শিথিলতা নয়', বললেন অভিষেক। 'বাংলার মানুষকে বঞ্চিত করায়, বিজেপি লোকসভায় ১৮ থেকে ১২-য় নেমেছে' । তাতেও লজ্জা নেই, বাংলার মানুষের আবাসের টাকা এখনও আটকে রেখেছে কেন্দ্র' । বাংলাকে কলুষিত করার চক্রান্তের জবাব দিয়েছে মানুষ' 'পশ্চিমবঙ্গকে ছোট করার চক্রান্ত চলছে' । 'বিজেপির কাছে টাকা-ED-CBI আছে, আমাদের মতো কর্মী নেই' । ভোটার তালিকার কাজ চলছে, ২৬-এর ভোট নিয়ে কোনও শিথিলতা নয়' । গতবারের থেকে এবার আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা থাকুক' 'কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন না' । 'দলের শৃঙ্খলা না মেনে অনেকে অনেক কথা বলছেন, এটা করবেন না' । 'নেতারা ক্ষমতা দেখাতে গিয়ে, দলকে ছোট করেছেন' 'দলের শৃঙ্খলা না মেনে অনেকে অনেক কথা বলছেন, এটা করবেন না'। 'নেতারা ক্ষমতা দেখাতে গিয়ে, দলকে ছোট করেছেন'। 'মুকুল-শুভেন্দুদের আসল রূপ আমি দেখিয়েছি'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram