Arup Roy : 'পুলিশ যদি অন্যায় করে থাকে পুলিশও ছাড় পাবে না' মদ বিষক্রিয়ায় হাওড়ায় মৃত্যু প্রসঙ্গে জানালেন অরূপ রায়

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে দেশি মদের ঠেক। এলাকার একটি বাড়িতে মদ তৈরি হয়। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে অভিযোগ। থানায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি বাড়ি মালিকের। খাবার, নাকি মদ খেয়ে বিষক্রিয়া, তা এখনও নিশ্চিত নয়, ময়নাতদন্ত হবে। নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল, জানাল পুলিশ। সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থলে গিয়ে রাজ্যের সময়বায়মন্ত্রী অরূপ রায় বলেছেন, '২০১১ সালে ক্ষমতাীয় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। তাই পুলিশ যদি অন্যায় করে থাকে পুলিশও ছাড় পাবে না। তবে এটাও ঠিক, গোটা রাজ্য এত বিস্তৃত এই কয়েক হাজার পুলিশের পক্ষে সম্ভব নয় সব দেখা। '

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola