Defamation Case : সম্পত্তি নিয়ে প্রশ্ন, লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের !
এবার লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর, হুগলির আরও অনেক নেতাই সিবিআই-ইডি-র নজরে রয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। তার প্রেক্ষিতেই এদিন লকেটের বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক। অসিত মজুমদার মহিলাদের অসম্মানজনক কথা বলেন বলে দাবি করে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন লকেট।