Presidential polls 2022 : উনি আদিবাসী সম্প্রদায়ের হয়েও তো হিন্দু ধর্ম লেখেন, খোঁচা বীরবাহা হাঁসদার

Continues below advertisement

 উনি আদিবাসী সম্প্রদায়ের হয়েও তো হিন্দু ধর্ম লেখেন, আমরা কিন্তু বাংলার সাঁওতালরা সারি ধর্ম মানি। খোঁচা তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার। 

 ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক, সাংসদ মিলিয়ে ৩২৫ জনের ভোট দেওয়ার কথা। এর মধ্যে কংগ্রেসের ২ ও বিজেপির ১৭ জন সাংসদ ভোট দেবেন দিল্লিতে। তৃণমূলের লোকসভার ২৩ ও রাজ্যসভার ১৩ জন সাংসদ ভোট দেবেন।এর মধ্যে ২ সাংসদ ভোট দেবেন দিল্লিতে। সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীও দিল্লিতে ভোট দেবেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram