TMC MLA: 'নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান, তাই চুরি!' কবিগুরুর জন্মদিনে 'বিতর্কিত' মন্তব্য TMC বিধায়কের।Bangla News

রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক। আজ সকালে ভাতারে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "একটা কারণেই নোবেল চুরি হয়েছে।  নোবেল দিয়ে তাঁকে অপমান করা হয়েছিল বলে বাংলার ছেলেরা নোবেল চুরি করে নিয়েছে।" পরক্ষণেই তিনি বলেন, "সিবিআই, সিবিআই করে বিজেপি লাফাচ্ছে, কিন্তু সেই সিবিআই নোবেল উদ্ধার করতে পারেনি। আজ বাংলার পুলিশকে নামানো হয়েছে নোবেল পদক উদ্ধারের জন্য।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola