Suvendu Adhikari: 'মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা ঘুরতে দেব না', শুভেন্দুকে হুঙ্কার হুমায়ুনের

ABP Ananda LIVE : 'শো কজে আমি ভয় পাই না'। 'আমি তার উত্তরও দিয়েছি'। 'আমি কোনও অন্যায় করিনি'। 'বিধানসভার ভিতরে কিছু বলিনি'। 'আমি আমার সিদ্ধান্তে অনড়'। 'আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন'। 'মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না'। 'অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম'। 'তখন উনি রেলের প্রতিমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি'। 'এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে' । 'আমার জেলার কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে'। 'আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে'। 'রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব'। ঠুসো মন্তব্য প্রসঙ্গে দাবি হুমায়ুন কবীরের।

 

মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি, দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম

মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি। দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও, গরম কমার তেমন কোনও লক্ষণ নেই। আজও একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও আজ থাকবে হট ডে পরিস্থিতি। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে কোথায় কেমন থাকবে তাপমাত্রা? 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola