
Kartik Maharaj: হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে কার্তিক মহারাজকে আক্রমণ হুমায়ুন কবীরের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মমতার পর হুমায়ুন, ফের শাসকদলের নিশানায় কার্তিক মহারাজ । হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে কার্তিক মহারাজকে আক্রমণ । বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদককে আক্রমণে হুমায়ুন কবীর । কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । 'SP থাকার সময় ডেকে পাঠিয়েছিলাম, ভয়ে আসেননি কার্তিক মহারাজ' । 'ঘাড় ধরে ঢুকিয়ে দেব এই ভয়ে ডাকার পরেও আসেননি কার্তিক মহারাজ' । সাগরদিঘি গিয়ে কার্তিক মহারাজকে তীব্র আক্রমণে ডেবরার তৃণমূল বিধায়ক
অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন
মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন।
ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।