Jibankrishna Saha : 'দল অবশ্যই পাশে আছে', দাবি জীবনকৃষ্ণ সাহার
দলের উপর আস্থা দেখালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক শাসক বিধায়ক। দল অবশ্যই পাশে আছে, প্রশ্নের উত্তরে দাবি জীবনকৃষ্ণ সাহার। রুটিন চেক আপের জন্য বড়ঞার তৃণমূল বিধায়ককে আনা হল এসএসকেএমে
পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের আরেক বিধায়ক দাবি করলেন দল পাশে আছে, অন্যায় করিনি, তদন্ত চলছে। এদিন নিজাম প্যালেস থেকে এসএসকেএমে রুটিন মেডিক্যাল চেক আপে যাওয়ার পথে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রথম দল সম্পর্কে মুখ খুললেন বড়ঞার তৃণমূল বিধায়ক।