Jyotipriya Mallick Health:'বাঁ হাত, বাঁ পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে',কমান্ড হাসপাতালে যাওয়ার পথে দাবি জ্যোতিপ্রিয়র।ABP Ananda LIVE
'শরীর খারাপ হয়ে গিয়েছে আমার, বাঁ হাত, বাঁ পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে', সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পথে দাবি জ্য়োতিপ্রিয়র। রেশন দুর্নীতির কথা জানতেন? তিনি তো ওই দফতরেরই মন্ত্রী ছিলেন, প্রশ্নে মুখে কুলুপ মন্ত্রীর।
Tags :
Jyotipriya Mallick Arrest Jyotipriya Mallick Health RATION SCAM Jyotipriya Mallick In ED To Command Hospital