Kanchan Mullick: বিভাগীয় প্রধানকে বদলির হুমকি ! হাসপাতালে কাঞ্চনের 'দাদাগিরি' ! গুরুতর অভিযোগ

ABP Ananda LIVE : সদ্যই হাসপাতালে গিয়ে 'দাদাগিরি' করা নিয়ে সংবাদ শিরোনামে এসেছে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নাম। সেই রেশ কাটার আগেই ফের হাসপাতালে গিয়ে 'দাদাগিরি'- র অভিযোগ উঠল আরেক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে। তিনি আবার শাসক দলের বিধায়ক। তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে 'দাদাগিরি' করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, স্ত্রী-কে সঙ্গে নিয়েই হাসপাতালে গিয়েছিলেন কাঞ্চন, এক আত্মীয়কে দেখাতে। আউটডোরে ভিড় থাকার মেজাজ হারান তৃণমূল বিধায়ক। বিভাগীয় প্রধানকে বদলি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে।

হাসপাতাল সূত্রে খবর, আত্মীয়ের চিকিৎসা করাতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সঙ্গে ছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজও। হাসপাতালের আউটডোরে স্বভাবতই ভিড় ছিল। যেমনটা সরকারি হাসপাতালে হয়। আর এই ভিড় দেখেই মেজাজ হারান কাঞ্চন। অভিযোগ, বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। অন্যদিকে তৃণমূল বিধায়কের এ হেন আচরণ দেখে ততক্ষণে প্রতিবাদ করতে শুরু করেন আশপাশে থাকা অন্যান্য রোগীর আত্মীয়-পরিজনরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola