Madan Mitra : 'এই রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটব', নিশীথ-ইস্য়ুতে আক্রমণে মদন
নিশীথ প্রমাণিক ইস্য়ুতে রাজভবন কড়া বিবৃতি জারি করতেই, দলীয় মুখপত্রে রাজ্যপালের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল তৃণমূল। রাজ্য়পালকে সরাসরি বেনজির ভাষায় আক্রমণ শানালেন মদন মিত্র। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।