Madan Mitra : 'তৃণমূল কংগ্রেস কারও পার্সোনাল দল নয়', বিস্ফোরক মদন মিত্র। ABP Ananda Live
এসএকেএম-সংঘাতের মধ্যেই বিস্ফোরক মদন, দলকেও চ্যালেঞ্জ। 'আমি কামারহাটি থেকে নির্বাচিত, আমাকে তৃণমূল নির্বাচিত করেনি, আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল (TMC), কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন'। 'তৃণমূল কংগ্রেস কারও পার্সোনাল দল নয়', বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
Tags :
Bangla News Bangla News Live TMC ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live MamataBanerjee ABP Ananda Bengali News MadanMitra